Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২২:০০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬

প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে দলের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল এবং সহকারি সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর