Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু ওয়াজ করলে এদেশে জীবনেও চুরি-ডাকাতি বন্ধ হবে না’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২২:১৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৫৩

মুফতি আমির হামজা

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কেবল ওয়াজ-ভাষণ করে চুরি, ডাকাতি বা অন্য অপরাধ বন্ধ হবে না; এসব রোধে প্রয়োজন আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর বারিক মোড় এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি উঠান বৈঠক ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম পূর্ণভাবে প্রতিষ্ঠা করলে দেশের নিরাপত্তা আরও দৃঢ় হবে তবে সেটি শুধু আধ্যাত্মিক আহাজারি করে অর্জিত হবে না, কঠোর আইন ও কৌশলের মাধ্যমে কাজ করতে হবে।

সভায় কুমারখালী ও সদর উপজেলার উপজেলার স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ভোগান্তি দিয়ে শুরু এবারের কপ৩০
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৮

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর