Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪০

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: দেশের ৪ বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ-সচিব আমিনুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীর বিভাগীয় কমিশিনার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশালের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর