নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মূল্য তালিকা না থাকা ও নিজেদের ইচ্ছেমতো অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নোয়াখালীর কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
অভিযানে সহযোগিতা করেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শাহরিয়ার আকুঞ্জি, জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল।
অভিযান সূত্রে জানা গেছে, চৌমুহনী বাজারের কিছু অসাধু ব্যবসায়ী বাজার সংকট দেখিয়ে পেঁয়াজ নির্ধারিত মূল্যে বিক্রি না করে নিজেদের ইচ্ছেমতো অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইকারি বিক্রেতাদের পেঁয়াজ ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সংরক্ষণ না করা এবং ইচ্ছেমাফিক দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে কালিতলা রোডের মেসার্স হাজী আমিন উল্ল্যাহ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স মোতালেব ব্রাদার্সকে ৮ হাজার টাকা এবং একই অভিযোগে মেসার্স তাজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম জানান, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।