কুমিল্লা: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির মাটি বোঝাই ট্রাকের চাপায় হাফেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।
নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমানপ্রবাসী মো. আলী হোসেনের ছোট ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট হওয়ায় পরিবারে সে ছিল সবার আদরের ধন।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে মা কুলসুম বেগমের হাত ধরে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়িতে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়েছিল ছোট্ট হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়ে চুপচাপ চিপস খাচ্ছিল সে। এমন সময় হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে শিশু হাফেজকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর নিহতের চাচা অটোরিকশাচালক মো. নবী হোসেন ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মীরপুর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন আছে বলে জানান তিনি।