Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে: ডা. খালিদুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

বক্তব্য দিচ্ছেন ডা. এসএম খালিদুজ্জামান। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীতে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে।

ভাষানটেক থানা জামায়াতের উদ্যোগে ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাষানটেক বস্তির বাস্তুহারা দুই হাজার অসহায় মানুষদের মাঝে মশারি উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিগত ১৭ বছর পতিত স্বৈরাচার সরকার এ দেশকে দূর্নীতির চরম শিখরে নিয়ে গিয়েছিলো। মানুষের মৈলিক অধীকার লুন্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা মানুষের কল্যাণে কাজ করেনি। জাময়াত চরম নির্যাতনের মুখেও মানুষের পাশে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জামায়াত তার মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘৫ আগস্টে যে স্বপ্ন নিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছিলো, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমরা মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘নতুন করে কোনো স্বৈরাচার যেন এ দেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারীদের জন্য একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে চাই। নারীদের মানবিক মর্যাদা নিয়ে বাঁচার পরিবেশ তৈরি করতে চাই। তাদেরকে কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ।’

মহানগরী মজলিসে শূরা সদস্য ও ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ইঞ্জি: আব্দুর রহিম ও ঢাকা-১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।