Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২১:৫০

ওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নির্বাচনি শোডাউন

ঢাকা: পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ঢাকা-১২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী নির্বাচনি শোডাউন করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমা নামাজের পর শোডাউনটি রহিম মেটাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আসনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তেজগাঁও ট্রাক স্টেশন সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দলের ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। উপস্থিত ছিলেন নগরনেতা হাফেজ নাজমুল হাসান, ঢাকা-১২ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক মঈন পাটোয়ারী, মাওলানা রুহুল আমিন, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী বলেন, পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনি ময়দানে হাজির হয়েছি। পুরোনো বন্দোবস্ত থেকে ফিরে এসে ৯২ ভাগ মুসলমানের আকাঙ্খা তথা ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য। ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন, ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসবে না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর