ঢাকা: অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে রাজনৈতিক দলগুলোর মনোরঞ্জনের উদ্যোগ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, বিএনপি ও জামায়াতের কথামতোই হয়েছে সনদ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি।’ তরকারির বাটি থেকে এক চামচ করে রাজনৈতিক দলগুলোকে দিয়ে জনগণকে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে তিনি অভিযোগ করে বলেন, ‘‘এক হাসিনা যাওয়ার পর আরেক ‘হাসিনা’ তৈরির পথ খুলে দিচ্ছে তারা।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি।’ সনদ বাস্তবায়নে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে পাশে না রাখার অভিযোগও তুলেছেন এনসিপি নেতা।
বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে তিনি সতর্ক করে বলেন, ‘সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না।’
যদিও সনদ বাস্তবায়নের আদেশকে অস্পষ্ট বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন, তবুও এনসিপি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান তিনি।
এ সময় তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।