নরসিংদী: নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনীত না করা হলেও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা ও মিছিল করা হয়।
জনসভায় উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহবান জানান বক্তারা। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মনোনয়নপ্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, বিগত সময়ে দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিন করে দেব। প্রয়োজনে নিজের জমি বিক্রি করে হলেও সকল নেতাকর্মীদের পাশে থাকবো।