Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে বাইকের ধাক্কায় প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২১:৪৮

সড়ক দুর্ঘটনা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কিশোর বয়সী দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ছাত্র।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খৈয়াছড়া ছরারকুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাওছার (১৪)। তারা মীরসরাইয়ের খৈয়াছড়া মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র বলে জানা গেছে।

এ ছাড়া আহত অবস্থায় মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫) নামে দুই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রব্বানী সারাবাংলাকে জানান, মহাসড়কে ঢাকামুখী লেইনে রাস্তা পারাপারের সময় চার ছাত্রকে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেল আরোহী দুজনও রাস্তায় ছিটকে পড়ে সামান্য আহত হয়েছেন বলে ওসি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর