ঢাকা: আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেইট মোড়ে ঢাকা-১২ সংসদীয় আসনের শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ আয়োজিত এক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, ‘জুলাই বিপ্লব কোনো দল বা গোষ্ঠীর নয় বরং এ বিজয় ছাত্র-জনতাসহ আপামর জনসাধারণের। তাই এ বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদের সৃষ্টি হয়েছিল। বিপ্লবোত্তর প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণহত্যাকারীদের বিচারের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও মহল বিশেষের হঠকারিতার কারণেই অন্তর্বর্তী সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এর কোনো আলামত দেখা যাচ্ছে না। কারণ, সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গেজেট প্রকাশ করা হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ফলে জুলাই বিপ্লবই ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
প্রধান বক্তা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মহল বিশেষ জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানাবিধ ফন্দি-ফিকির শুরু করেছে। নিজেদের পছন্দমত লোক দিয়ে প্রশাসন সাজানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাই আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন থেকে দলবাজদের তাড়িয়ে দিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে। জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে একই দিনে নয় বরং সংসদ নির্বাচনের আগেই গণভোট এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে।’ তিনি আগামী দিনে আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার সাবেক আমির মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের, মহানগরী উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল ও শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ প্রমুখ।