Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের নির্বাচনি শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় কর্মী নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২২:৩৭

মোটরসাইকেল শোডাউন

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী মোটরসাইকেল শোডাউনের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জামায়াতের রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজীর সমর্থনে চলমান প্রচারে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হয়েছেন- জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের কর্মী নুর আলম (৫৮)। তিনি রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাটের মৃত মনছুর আলির ছেলে। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি, তবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রায়হান সিরাজী রংপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি।

সয়রাবাড়ীতে অনুষ্ঠিত শোডাউনে অংশ নিতে গিয়ে নুর আলমের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে প্রচণ্ড ঢাক্কা খায়। মাথায় গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় তার মোটরসাইকেলের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে যায়, এতে তিনজন আহত হন।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, শোডাউনের সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

এ বিষয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনি কর্মসূচির মধ্যে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।