চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলা জামায়াতের আয়োজিত মহিলা সমাবেশে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। তিনি দাবি করেন, অতীতে জামায়াত নেতাদের বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে, দলীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেতাদের বিরুদ্ধে ‘জুডিশিয়াল কিলিং’ চালানো হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন বলেন, “আমরা এমপি–মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা ন্যায়, অধিকার ও ইসলামপন্থী ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। সামনে যে নির্বাচন আসছে, এটি শহীদের রক্তের বদলা নেওয়ার নির্বাচন; দেশের পটপরিবর্তনের নির্বাচন; মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন; চাঁদাবাজি ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার নির্বাচন; আঠারো কোটি মানুষের হাতে কাজ তুলে দেওয়ার নির্বাচন।”
তিনি আরও দাবি করেন, জামায়াত সম্পর্কে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে— “আমরা নাকি মানুষের কাছে জান্নাত বিক্রি করি—এ কথা জামায়াতের কেউ কোনোদিন বলেনি।”
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা আজিজুর রহমান। মহিলা সমাবেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের মহিলা নেতারা উপস্থিত ছিলেন।