ঢাকা: বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৪ মিনিটে বায়ুর মান নির্ণয়কারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সর্বশেষ সূচকে দেখা যায়, শহরটির বায়ু দূষণ পরিস্থিতি ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।
একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ২৫০, যা বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
এদিকে বায়ুদূষণে পিছিয়ে নেই বাংলাদেশের রাজধানী ঢাকাও। তালিকায় পঞ্চম স্থানে থাকা ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে, যা দৈনন্দিন জীবনে শ্বাসকষ্ট, চোখ ও গলার জ্বালাপোড়া এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
আইকিউএয়ার সূচক অনুযায়ী—
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি বা সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
বর্তমানে দিল্লি ৩০০-এর ওপরে অবস্থান করায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রয়েছে বলে বিবেচিত হচ্ছে, আর লাহোর ২৫০ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রয়েছে। ঢাকাও অস্বাস্থ্যকর মাত্রায় থাকায় নাগরিকদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে ধুলা, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য এবং বাতাসের কম গতির কারণে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণ দ্রুত বেড়ে যায়।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।