Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১২:৩৬

গণপ্রকৌশল দিবস ও ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি।

পাবনা: ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পাবনা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতার চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন অতিথিবৃন্দরা।

পরে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মো. হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইডিইবি’র সভাপতি মো. মহসীন আলী ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর