Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৩:৪১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:৫০

প্রতীকী ছবি।

গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে রহিমা খাতুন (৩৫) নামে এক পোশাক শ্রমিক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী ইমরান হোসেন (৪০) ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে হত্যা করেন। এরপর একই দা দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন বলে মেয়ে শারমিন পুলিশকে জানিয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল রিপোর্ট তৈরির সময় ইমরানের দেহে প্রাণের স্পন্দন টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে স্ত্রী রহিমা ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ইমরানকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে। ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর