রংপুর: পরকীয়া প্রেমের দ্বন্দ্বে বাল্যবন্ধুর হাতে নৃশংসভাবে খুন হওয়া কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, রাত সাড়ে ৩টায় ঢাকা থেকে এম্বুলেন্সে আনা ২৬ টুকরো খণ্ডিত মরদেহ দেখে স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: ড্রামে ২৬ টুকরা মরদেহ উদ্ধার: বন্ধুকে আসামি করে মামলা
জানাজার পর মোনাজাতে সবাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আশরাফুলের মা এছরা খাতুন বিলাপ করেন “মোর সোনার টুকরা বাবাটা জরেজের হাতে মরলো। ৩০ বছরের বন্ধুত্ব এই ছিল তার ফল?”
আরও পড়ুন: প্রমিকাকে দিয়ে হানিট্র্যাপ, টাকা না পেয়ে ব্যবসায়ীকে ২৬ টুকরা
স্ত্রী লাকী বেগম অচেতন হয়ে পড়েন। মেয়ে তাসমিন জাহান (১২) ও ছেলে আবদুল্লাহ আল হোসাইন (৭) বাবার কফিন ধরে কাঁদতে থাকেন। বাবা আবদুর রশিদ বলেন, “আশরাফুল বলেছিল, ‘বাবা, আমি টাকা এনে হাসপাতাল থেকে তোমাকে বাড়ি আনবো।’ কিন্তু সে আর ফিরল না।”
বদরগঞ্জ ব্যবসায়ী সমিতি হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে। সমিতির সভাপতি আব্দুল কাদের বলেন, “আশরাফুল ছিল আমাদের গর্ব। এই হত্যা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।”