Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে বিভেদ সৃষ্টি করে একটি দল ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৩১

প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করছেন বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করেছেন, দলের ভেতরে একটি দল বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল এ আহ্বান জানান। তিনি সমাবেশে রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে দলে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না। অন্য একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, এদের দ্বারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের এলাকার প্রতি তার অবদান স্মরণ করে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে এবার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’

সমাবেশে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর