Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পটুয়াখালী: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে, আদালত সে বিষয়ে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচনের আগের পাঁচদিন, নির্বাচনের দিন এবং পরের তিনদিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষ্যে এক লাখ সেনাবাহিনী সদস্য, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্ট গার্ড , আট হাজার র‍্যাব এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে, তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশে রওনা দেন। সেখানে বিকেলে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর