Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

স্পেশাল করেসপডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:১৫

আটক যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাহ আলম নান্নু (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শাহ আলম নান্নু উপজেলার চুপিনগর বড়বাড়িপাড়ার আব্দুল রশিদ প্রামানিকের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য।

এদিকে একই মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা আহসান হাবীব(৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বেলা ১২টার দিকে শাজাহানপুরের আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আহসান হাবীব উপজেলার টেকুরগাড়ী গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত চলছিল। তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর