Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৭:২৪

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে।

নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ঢুবে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ।

নিহতরা শিশুরা হলেন—নীলফামারী কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই শিশু কলেজ পুকুরের পাশে খেলছিল। পরে তারা গোসল করার জন্য পুকুরে নামলে দুর্ঘটনা ঘটে। দুপুরে পুকুরের পাশে থাকা এক ব্যক্তি দেখেন, একটি শিশু পানিতে ভেসে আছে এবং আরেকটি শিশু ডুবে ছিল। দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস নীলফামারীর ফায়ার ফাইটার মো. আলিফ জানান, দুপুর ২টার দিকে প্রত্যক্ষদর্শীদের ফোনে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেই সময় এক শিশু পানিতে ভেসে ছিল এবং অন্যজন ডুবে ছিল। শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর