Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীতে যেন আল্লাহ দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: মুফতি আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৮

কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আগামীতে যেন আল্লাহ দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়। আট দল মিলে আমরা এখন আন্দোলনে আছি রাজপথে। আশা করি যারা দায়িত্বে আছে তারা মেনে নিবে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এতোগুলো মানুষের সেন্টিমেন্টে না বুঝলে দায়িত্বে থাকা আপনার ঠিক না। আমরা জানি ওনারা মেনে নেবে, আর না মানলে পরের অবস্থা দেখব ইনশাল্লাহ।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

হামজা বলেন, “আমরা নারী-পুরুষ সবার সাড়া পেয়েছি। যেখানেই যাই, মানুষ বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিচ্ছে। আশা করি এভাবে যেতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে।”

বিজ্ঞাপন

এদিন শোভাযাত্রায় প্রায় ছয় হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনি প্রচারণা চালান তিনি। শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর