পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন ইউনিফর্ম পরা শুরু করেছে বাংলাদেশ পুলিশ। তবে এখনো সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এই পরিবর্তন কার্যকর হয়েছে। শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশেষ কিছু ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে নতুন ইউনিফর্ম পরা পুলিশ সদস্যদের ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
নতুন পোশাকে পুলিশ
সারাবাংলা/আরডি/পিটিএম