Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ২১:২৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২৩:১০

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার নাইম। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রামচন্দ্রপুরের পরা পাগলা নদী থেকে শাহরিয়ার নাইম (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (তারিখ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নৌ–পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীন আকন্দ ও নৌ–পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান।

শাহরিয়ার নাইম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম সরকার পতনের আগে শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ওসি শাহীন আকন্দ জানান, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। যেহেতু ঘটনাস্থল নৌ–পুলিশের আওতাভুক্ত, তাই বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী নৌ–পুলিশকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

নৌ–পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। গত ১৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাহরিয়ার। ঘটনার দিন পড়াশোনা নিয়ে তাকে পরিবারের সদস্যরা বকাঝকা করেছিলেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শাহরিয়ার পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর