রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রাকচাপায় পলাশ কাজী (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিমিডেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশ কাজী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ ও নিরব মোটরসাইকেল যোগে বাগমারা মোড় থেকে চন্দনী এলাকায় যাওয়ার পথে সাগর রাইস মিলের সামনে পৌঁছালে পাংশা থেকে ছেড়ে আসা একটি ট্রাকচাপা দেয়। এ সময় পলাশ ও নিরব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তৃপক্ষ পলাশকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পলাশ কাজী নামের একজন মারা গেছে। মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’