বেনাপোল: বেনাপোল দিয়ে ভারতের জয়ন্তীপুর এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর বেনাপোল রঘুনাথপুর বিওপি ও পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।
বৈঠকে রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনার পর বিএসএফ আটক বাংলাদেশিদের নথিপত্রসহ বিজিবির কাছে হস্তান্তর করে।
হস্তান্তর হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৫ জন রয়েছেন। তারা হলেন- আব্দুল হান্নান (৬০), মো. হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), মো. হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), মো. বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), মো. তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), মো. আমিনুর রহমান (৫৬) এবং মো. আব্দুল্লাহ আল মামুন (২৯)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। তারা গত তিন থেকে চার বছর ধরে ভারতের কলকাতা অঞ্চলে অবস্থান করছিলেন। কর্মসংস্থানের উদ্দেশে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।