Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনেগালকে হারিয়ে ব্রাজিলের প্রতিশোধ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ০৮:৫০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৫৫

সেনেগালকে হারিয়েছে ব্রাজিল

দুই বছর আগে সেনেগালের কাছে অপ্রত্যাশিত এক পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিলেন তারা। এবার সেই হারের প্রতিশোধটা ভালোভাবেই নিল ব্রাজিল। এস্তেভাও-কাসেমিরোর গোলে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল সেলেসাওরা।

বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত মাসের দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তবে পরের ম্যাচে জাপানের বিপক্ষে তারা হেরে গিয়েছিল ৩-২ ব্যবধানে।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। ম্যাচের বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সেনেগাল। ১৪ শটে লক্ষ্যের দিকে ৬টি শট রাখতে পেরেছে ব্রাজিল। অন্যদিকে সেনেগালের শটস অন টার্গেট ছিল মাত্র একটি।

বিজ্ঞাপন

একের পর এক আক্রমণে ম্যাচের শুরু থেকেই সেনেগালকে চাপে রেখেছিল ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত গোলটাই শুধু আসছিল না। অবশেষে ২৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন এস্তেভাও। জাতীয় দলের হয়ে ১০ ম্যাচে চতুর্থ গোল পেলেন এই ১৮ বছর বয়সী তরুণ।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। রদ্রিগোর ক্রসে বল পেলে জাল খুঁজে নিতে ভুল করেনি তার শট। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই।

শেষ  পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে ২০২৩ সালের হারের বদলা নিল সেলেসাওরা।

আগামী ১৮ নভেম্বর বছরের শেষ প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৫ ০৮:২৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর