Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় দূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১১:০৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:৫৮

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’। বায়ুদূষণে আজ সকালে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আর বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে দিল্লি ছিল দূষণের তালিকার শীর্ষে।

সূচক অনুযায়ী, দিল্লির বায়ুমান “বিপজ্জনক” অবস্থায় রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কলকাতার স্কোর ২১৪— যা “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান সূচক (AQI) রেকর্ড হয়েছে ১৭৮, যা “অস্বাস্থ্যকর” পর্যায়ে পড়ে। তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ঢাকা।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, AQI স্কোর—

০–৫০: ভালো
৫১–১০০: সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১+: বিপজ্জনক

এর আগের দিন শনিবারও দিল্লির বায়ুর মান বিপজ্জনক ছিল, আর ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় শীতের শুরুতেই বায়ুদূষণ বাড়ার অন্যতম কারণ শিল্প নিঃসরণ, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও উন্মুক্ত নির্মাণকাজ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর