Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৪:২৩

র‌্যাবের হাতে আটক তিন মাদক কারবারি। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে র‍্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন-মোমিন আলী (২৩), নাসিম উদ্দিন (২৪) এবং লতিফুর রহমান (২৩)।

আটক তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহাজাহানপুরে।

র‍্যাব জানায়, টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দ্বারিয়ারপুর বাজার এলাকায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। পরে দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনে পাকা সড়কে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সবধরনের অপরাধ দমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সুরের সঙ্গী ক্ল্যারিনেট
১৬ নভেম্বর ২০২৫ ১৪:০৩

আরো

সম্পর্কিত খবর