Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৬ নভেম্বর ২০২৫ ১৬:০৫

পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় দুর্বৃত্তরা গভীর রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে ব্যাংকটির সাইনবোর্ডের সামান্য ক্ষতি হলেও ভবন বা গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।

রাত প্রায় আড়াইটার দিকে ৭–৮ জন যুবকের একটি দল দ্রুতগতিতে এসে বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। বিস্ফোরণের শব্দে ব্যাংকটির নাইট গার্ড সিরাজ মিয়া আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জানান, ‘হঠাৎ বড় শব্দ শুনে ভয় পাই, বাইরে বের হইনি।’

ঘটনার পরে শাখা ব্যবস্থাপক রেহেনা পারভীন বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং তাদের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগজনক হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর