Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার রায় নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে একটি মহল’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ‘গণহত্যা মামলার’ রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে একটি মহল।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল (১৭ নভেম্বর) ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে, এটা নিয়ে সারাদেশে এক ধরনের চরম অনিশ্চয়তা, এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে, তারা রাজনৈতিক কাঠামো একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু, তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা এখনো বলা যায় না।’

আগামীকালের রায় ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল ফের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়। গণতন্ত্রের উত্তরণের পথ কেউ বাধাগ্রস্ত করতে না পারে এজন্য সবাইকে কাজ করতে হবে।’

কৃষকদলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

২০২৬ সালে ব্যাংকে ছুটি ২৮ দিন
১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৩

আরো

সম্পর্কিত খবর