Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২৩:১৬

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ‍উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহত পাঁচজনের সবাই পুরুষ বলে জানালেও তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের কুমিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী সারাবাংলাকে বলেন, ‘সিডিএম পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট পাঁচজনের লাশ আমরা পেয়েছি। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত অনেকে আছেন। সংখ্যাটা এখনও পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজন আছে।’

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে আমরা ৪ জনের লাশ উদ্ধার করেছি। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর