নোয়াখালী: বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ (হাতিয়া) আসলে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। আর বাংলাদেশের জনগণ নির্বাচনের সে ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে মাঠে রাস্তায় রাস্তায় জনতার যে ঢল নেমেছে। সেটি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বিএনপিকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে শেষ হবে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনি এলাকায় নোয়াখালী-৬ আসনে (হাতিয়া) প্রচারণার অংশ হিসেবে বুড়িচর শহিদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
শামীম বলেন, গত ১৭ বছরে হাতিয়া দ্বীপের মানুষ অনেক কিছু বঞ্চিত হয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজে ভরে গিয়েছিল এই জনপদ। আমরা কথা দিচ্ছি আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর হাতিয়ার নানাবিধ উন্নয়নে কাজ করা হবে। হাতিয়ার প্রধান সমস্যা নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করা হবে। এ জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের দল কাজ করবে। হাতিয়া দ্বীপের যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটি নিয়েও আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। হাতিয়াকে সারাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে তৈরি করা হবে।
জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনু উর রশিদ আজাদ।
উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশানসহ অন্যান্য নেতারা।