Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা নির্যাতিত খাদিজা জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত

জবি করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:৩৫

কারা নির্যাতিত জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করার আলোচনায় থাকা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ১৫ মাস জেলে থাকা জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনার মেধা ও মনন সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে।

এ বিষয়ে খাদিজাতুল কুবরা বলেন, ‘৫ আগস্টের আগে থেকেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ছাত্রদল এবং সরকার পতনের পর জবি ছাত্রদল সবচেয়ে বেশি শিক্ষার্থীবান্ধব কাজ করেছে। আমাকে ছাত্রদল নারী শিক্ষার্থী হিসেবে যথেষ্ট সম্মান দেখিয়েছে। আমি কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করতে চাই, যার কারণে ছাত্রদলে আসা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর