ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, অতীতেও ভারতের নির্বাচন–সম্পর্কিত প্রভাব বিস্তারের নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভারতকে বলব—শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আপনাদের নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার ইতিহাস আছে।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন,
‘খলিলুর রহমান ভারত গিয়েছেন। ঠিক কী কারণে তার ভারত সফর, তা জানতে চাই আমরা।’
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন বলেন, ‘আমি সরকারকে আহ্বান জানাব—নিরাপত্তা নিশ্চিত করুন। এখন যদি নিরাপত্তা দিতে না পারেন, তবে নির্বাচন চলাকালে কীভাবে নিরাপত্তা দেবেন?’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির প্রস্তুতির কথাও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, ‘আমরা ইতোমধ্যে ১ হাজার ১০০টি ফর্ম বিক্রি করেছি। ২১ ও ২২ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের ভাইবা নেওয়া হবে।’
তিনি আরও দাবি করেন, সারজিস আলমের জন্য পঞ্চগড়-১ আসনটি এনসিপির জন্য ‘নিশ্চিত আসন’ বলে আশা প্রকাশ করেন।