Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমইউজে খুলনার সভাপতি রাশিদুল, সম্পাদক রানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২২:৫৪

সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি। ছবি: সংগৃহীত

খুলনা: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে এস এ টিভি’র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) ইউনিয়নের (২০২৬-২৭) দ্বি-বার্ষিক নির্বাচনের সিডিউল অনুযায়ী নির্বাচনের দিন ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় উপরোক্ত ৭ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এছাড়া সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

ফলাফল অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।

বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, দীর্ঘ ১৫ বছর পর আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিবেশে এ ফলাফল ঘোঘণা করতে পেরেছি। যারা সাংবাদিক ইউনিয়নের নতৃন নেতৃত্বে এসেছেন তারা এই ইউনিয়নকে গতিশীল করতে অগ্রণী ভুমিকা পালন করবেন। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় এমইউজে খুলনা পূর্বের ন্যায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি। আমরা নবনির্বাচিতদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবনির্বাচিতরা চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবে।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন- ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত শুক্রবার (১৪ নভেম্বর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর