ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কৃষকদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে। ফলে কৃষকের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।
রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান।
সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েবা ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ধানের শীষ বিজয়ী হলে কৃষকের ন্যায্য অধিকার পুনরুদ্ধার করা হবে।’ তিনি আরও বলেন, সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা শত শত নেতাকর্মী ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন।