Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১১:০৭

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট। ছবি:: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বংশালে জুতার কারখানায় আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি বাড়ির নিচ তলায় জুতার কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আমির উদ্দিন (৪০), আইন উদ্দিন (৪৫), আইন উদ্দিনের দুই ছেলে রুমান (১৬) ও রবিন (১৮)।

দগ্ধরা জানান, কারখানাটি আইন উদ্দিনের। তিনি তার দুই ছেলে ও কর্মচারী দিয়ে কাজ করান। কয়েকদিন আগে গ্রাম থেকে বড় ভাইয়ের কাছে বেড়াতে আসে আমির উদ্দিন। রাতে কর্মচারীসহ তারা কারখানাটিতে ছিলেন। জুতার কাজ করার সময় কারখানার ভিতরে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় তারা চারজন দগ্ধ হন। তখন নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

সহকর্মীরা জানান, জুতার আঠার গ্যাসের মাঝে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইন উদ্দিনের ২০, রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

আর রবিনকে ভর্তি রাখা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তার অবস্থাও গুরুতর।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে এসিআই
১৭ নভেম্বর ২০২৫ ১০:৫১

রূপায়ণ গ্রুপে চাকরি'র সুযোগ
১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৫

আরো

সম্পর্কিত খবর