Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন বানচালের হুমকি জয়ের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১১:৪০

সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার আগে আওয়ামী লীগের দলীয় নিষেধাজ্ঞা বহাল থাকলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৬ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা না তুললে আমরা কোনো নির্বাচন হতে দেব না। আমরা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেব না। আমাদের প্রতিবাদ আরও জোরদার হবে এবং প্রয়োজনে আমরা সবই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগেই বাংলাদেশে সহিংসতা ছড়াতে পারে, সংঘর্ষ অনিবার্য।’

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।

বিজ্ঞাপন

জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সহিংস আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে সর্বোচ্চ ১,৪০০ জন নিহত ও হাজারো মানুষ আহত হন, যা ১৯৭১ সালের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

সাক্ষাৎকারে মামলার অভিযোগের বিষয়টি অস্বীকার করে জয় বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জয় বলেছেন, ‘আমরা জানি রায় কী হবে। তারা টেলিভিশনে প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আমার মায়ের কীই বা করতে পারবে? তিনি ভারতে নিরাপদ আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

রয়টার্সকে দেওয়া অক্টোবরের সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি দিল্লিতে চলাফেরা করতে পারছেন, তবে নিরাপত্তার কারণে সতর্ক থাকতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগে থেকেই ঠিক করা এবং বিচারপ্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয়।

বিজ্ঞাপন

ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে
১৭ নভেম্বর ২০২৫ ১১:১৭

চাকরি দিচ্ছে এসিআই
১৭ নভেম্বর ২০২৫ ১০:৫১

রূপায়ণ গ্রুপে চাকরি'র সুযোগ
১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৫

আরো

সম্পর্কিত খবর