ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায়কে ঘিরে নিরাপত্তা জোরদারে রাজধানীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনারের এস এন নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারেন।
এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ তল্লাশি করছে। আজ সকাল থেকে রাজধানীর রামপুরা, মগবাজার, ধানমন্ডিসহ ঢাকায় কয়েকটি এলাকায় এই চিত্র দেখা গেছে।
শেখ হাসিনার রায় ঘিরে গত ৭ নভেম্বর থেকেই রাতভর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটিয়ে আসছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে, গত ১৩ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে জানায় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ-র্যাব, এপিবিএন-বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও।