Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: মাওলানা ইমতিয়াজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১২:৫৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:০৮

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী স্বৈরাচারের শোষণ নিপীড়নের কারণে ‘২৪ এর জুলাই-আগস্টে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ভবিষ্যতেও যাতে এ ধরণের স্বৈরাচারী মনোভাব কেউ পোষণ না করে। তাই, বাংলার মাটিতে ফ্যাসিবাদের কবর রচনা করতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, আওয়ামী লীগ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হলেও তাদের স্বৈরাচারী মনোভাব থেকে বিন্দুমাত্র সরে আসেনি। দেশকে অস্থিতিশীল করতে বারবার জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের দৃঢ়তার কারণে বারবার স্বৈরাচারী কর্মকাণ্ড করতে ব্যর্থ হয়েছে; সামনেও হবে ইনশাআল্লাহ। সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ের অর্জিত অভ্যুত্থানের দৃশ্যমান শাস্তি দেখতে আমরা উদগ্রীব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্বাচনের মাধ্যমে যাতে স্বৈরাচার তৈরি না হয় সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে কার্যকরী গণভোট নিতে হবে। গণভোটের পরেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ