চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিভিন্নস্থানে গভীর রাতে বাসে আগুন, সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে দেওয়া, ভূমি কার্যালয়ের সাইনবোর্ডে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। এজন্য কারা এসব ঘটনার সঙ্গে জড়িত সেটা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি।
তবে সাময়িক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে এসব ঘটানো হয়েছে বলে ‘কৃতিত্ব’ দাবি করে ফেসবুকে সরব হয়েছেন।
পুলিশ জানায়, রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে নগরীর পতেঙ্গা থানার জিএম প্ল্যান্টের দ্বিতীয় গেটের সামনে রাস্তার ওপর রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সময় বাসে কেউ ছিলেন না। এর ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নিরাপত্তা জোরদারে পুলিশের তল্লাশি। ছবি: সারাবাংলা
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বাসটি রাস্তার পাশে পার্ক করে রাখা ছিল। দুইজন দুর্বৃত্ত এসে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এটা পুরনো একটা বাস। আগুনে বাসের সিট এবং কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। লাখখানেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারা আগুন দিল, সেটা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এছাড়া নগরীর কোতোয়ালী থানার চট্টেশ্বরী রোডে গত (রোববার) রাতে জেলা প্রশাসনের সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে এক যুবকের আগুন লাগানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে সাইনবোর্ডটি পুড়ে গেলেও কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক সারাবাংলাকে বলেন, ‘আমরাও ভিডিওতে দেখেছি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এবং চট্টগ্রাম-নাজিরহাট রুটে রেললাইনে আগুন ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গেলেও কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশ আগুন নিভিয়ে ও গাছের গুঁড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘ভোর ৪টার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পাশে রেললাইনেও গাছের গুঁড়ি ফেলে রাখে তারা। খবর পেয়ে আমরা গিয়ে সেগুলো সরিয়ে ট্রেন ও যানবাহন যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই ব্যবস্থা করেছি।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরীতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।