Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের জন্মদিনে শোভাযাত্রা নয়, দুঃস্থদের দান করুন: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৪:০৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে কোন ধরণের শোভাযাত্রা, কেক কাটার আয়োজন বা রঙিন বাতির প্রদর্শনী করা যাবে না। এই ধরনের খরচ করা অর্থ দুঃস্থ ও হতদরিদ্রদের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভি বলেন, “আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে কঠোর রাজনৈতিক সংগ্রাম করছেন। তিনি কারাবন্দি হয়েছেন, অসুস্থতায় ভুগেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা চাই, দলের সকল ইউনিট, বিশেষ করে ঢাকার ইউনিট, ব্যক্তিগত উদযাপনের বদলে জনসেবা ও সমাজকল্যাণে মনোযোগ দিক।”

বিজ্ঞাপন

ভারতের কড়া সমালোচনা করে তিনি বলেন, “ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত নয় মন্তব্য করে তিনি বলেন, ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না; এমন আচরণ কাম‍্য নয়। ”

রিজভি বলেন, “এ ধরনের আচরণ অবৈধ এবং বাংলাদেশের জনগণ এ বিষয়ে সজাগভাবে পর্যবেক্ষণ করছে। দেশের প্রতিষ্ঠিত আইনের প্রতি জনগণের আস্থা অবিচলিত, এবং আমরা চাই, আন্তর্জাতিকভাবে এই অন্যায় কর্মকাণ্ডের সমালোচনা হোক।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর