Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আবারও গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

স্পেশাল করেসপডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৪:১১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:৩২

আগুনে ব্যাংকের একটি ব্যানার ও একটি চেয়ার পুড়ে যায়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় আবারও গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখা অফিসের বারান্দায় পেট্রোল ঢেলে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধুনটের গোসাইবাড়ী-বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে। এরপর তারা ব্যাংকের বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের একটি ব্যানার ও একটি চেয়ার পুড়ে যায়। তবে ঘটনার পরপরই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। যে কারনে বড় কোনো ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

ঘটনার পর সকালে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তারা প্রস্তুত ছিলেন। আগুন নিয়ন্ত্রনের জন্য বালু ও পানি সংরক্ষণ করা হয়েছিল। নিজেরাও জেগে ছিলেন।

তিনি বলেন, ‘নৈশ প্রহরী বারান্দা থেকে ভেতরে প্রবেশ করা মাত্র দুর্বৃত্তরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছি। এই ঘটনায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর