Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৪:২৭

জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা। ছবি: সারাবাংলা

বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ তম আসন বান্দরবানে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে যৌথভাবে শান্তিপূর্ণ পদযাত্রা করেছে পাহাড়ি–বাঙালিরা।

পদযাত্রাটি সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, বর্তমান ঘোষিত প্রার্থী সাচিং প্রু জেরীকে নিয়ে তৃণমূলের আপত্তি রয়েছে। গত ১৭ বছর দলের নেতাকর্মীদের কোনো খোঁজ খবর না রাখা এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে দল। আমরা এই মনোনয়ন পরিবর্তনের জোর দাবী জানাচ্ছি। একইসঙ্গে বান্দরবান আসনের মনোনয়ন পরিবর্তন করে দলের ত্যাগী, কর্মীবান্ধব নেতা জাবেদ রেজাকে প্রার্থী হিসেবে বিবেচনায় নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, বান্দরবান ৩০০ নং আসনে জয়ী হতে হলে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিতে হবে। এসময় তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে দল ও এলাকার স্বার্থে কাজ করে আসায় জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়াই তৃণমূলের দাবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর