Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই রায়ে শহিদদের আত্মা শান্তি পেয়েছে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৩৭

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ঢাকা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা এই রায়ের মাধ্যমে শান্তি পেয়েছে—এ কথা উল্লেখ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সারজিস আলম বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মা শান্তি পেয়েছে এবং দেশের মানুষ ন্যায়বিচারের স্বস্তি অনুভব করেছে। দল হিসেবেও আমরা আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি এই রায় কার্যকর করা যায়, তবে জনগণ শান্তি ও আস্থার সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারবে। যেকোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগেই রায় বাস্তবায়ন করতে হবে।‘

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির আদেশ দেন। একই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর