Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরের ১৫ দিনে কোনো রেমিট্যান্স আসেনি ৯টি ব্যাংকে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:২৩

ঢাকা: চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে ১৫২ কোটি ২৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এই সময়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকসহ ৯টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ও ৫টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

বিজ্ঞাপন

এছাড়া নভেম্বরের প্রথম ১৫ দিনে বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

উল্লেখ্য, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে ১৫২ কোটি ২৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৫৬৫ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৫ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২২১ কোটি টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর