ঠাকুরগাঁও: জেলায় কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ ছাত্রসমাবেশে নৃশংস হামলা-মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ ও ১৬ নভেম্বর দুই দফায় রুহিয়া, ভূল্লী ও তৃঙ্গীপাড়া এলাকা থেকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) তাদের ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ৫ আসামি হলেন- রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জয়নুল ইসলাম (৪৭), ভূল্লী থানার সাসলা পিয়ালা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. আসাদুল্লাহ (৫৩), তৃঙ্গী থানার মাদারগঞ্জ পাইকপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. আল মামুন (৩২), ভূল্লী থানার খলিসাকুড়ির বাসিন্দা দেবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৮) এবং রুহিয়া থানার কশালগাঁও গ্রামের বাসিন্দা ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মান্নান (৪০)।