Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিএনপি প্রার্থীর মিছিলে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২১:২০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:২০

কুমিল্লা: নগরীর ছাতিপট্টি এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আদর্শ সদর-সদর দক্ষিণকে নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনের এই প্রার্থীর নেতৃত্বে একটি বড় মিছিল চকবাজার এলাকা থেকে রাজগঞ্জমুখী হয়ে ছাতিপট্টিতে পৌঁছানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটৈ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিল ছাতিপট্টি এলাকায় পৌঁছানোর সাথে সাথে অজ্ঞাত দুর্বৃত্তরা ৩টি ককটেল নিক্ষেপ করে এবং পাশাপাশি ইটপাটকেল ছুঁড়তে থাকে। ককটেলগুলো বিস্ফোরণের শব্দে মিছিলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যায়, দোকানপাটও বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

তবে কিছুক্ষণ পর নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হয়ে মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলি, ফৌজদারি, ঝাউতলা, পুলিশ লাইন, বাদুরতলা হয়ে কান্দিরপাড়ে গিয়ে শেষ করেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিএনপির সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি। তাদের দাবি, নির্বাচনকে ঘিরে প্রার্থী মনিরুল হক চৌধুরীর ব্যাপক গণসমর্থনের কারণে কেউ বা কারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তবে এ ঘটনায় কোনো গোষ্ঠীকে দায়ী করতে চাননি তারা।

উল্লেখ্য, নির্বাচনি মিছিলে অংশ নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। হাতে ফেস্টুন, ব্যানার, পোস্টার নিয়ে তারা ‘বেগম খালেদা জিয়ার মুক্তি’ ও ‘গণতন্ত্র পুনরুদ্ধার’-এর স্লোগানে মুখর হয় পুরো এলাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর