Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২০:২০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২১:৩৫

থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে দোকানে ঢুকে মাথা, বুকে ও পিঠে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের পল্লবী পুরাতন থানার পিছনে সি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ গোলাম কিবরিয়াকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে সেটি জানা যায়নি, তদন্ত চলছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রেমের টা‌নে ভোলায় চীনা যুবক
১৭ নভেম্বর ২০২৫ ২১:৪১

আরো

সম্পর্কিত খবর